দক্ষিণ এশিয়া

আগামী বছরের শুরুতেই মিলবে করোনার ভ্যাকসিন : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ অক্টোবর- সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন বেরিয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। একাধিক সংস্থার তৈরি ভ্যাকসিন নতুন বছরের শুরুতেই হাতে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

অপেক্ষা আর মাত্র কয়েক মাসের। আগামী বছরের শুরুতেই নোভেল করোনাভাইরাসের ভ্যাকসিন দেশের বাজারে এসে যাবে বলে মনে করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ইতিমধ্যেই আমেরিকা, ব্রিটেন-সহ বিশ্বের প্রথম সারির একাধিক দেশ করোনার ভ্যাকসিন বানাচ্ছে।

এমনকী গোটা বিশ্বকে অবাক করে দিয়ে প্রথম দেশ হিসেবে করোনার ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা করেছে রাশিয়া। যদিও রাশিয়ার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনও প্রশ্ন রয়ে গিয়েছে।

আরও পড়ুন:  লাদাখে সেনা মুভমেন্টের জন্য ৮টি ব্রিজ তৈরি

করোনার ভ্যাকসিন তৈরির কাজ চলছে ভারতেও। ভারত বায়োটেক, জাইডাস ক্যাডিলা-সহ বেশ কয়েকটি সংস্থা করোনার ভ্যাকসিন তৈরি করছে। অক্সফোর্ডের ভ্যাকসিন ভারতে তৈরি করছে পুণের সিরাম ইন্সটিটিউট। নতুন বছরের শুরুতেই দেশে করোনার ভ্যাকসিন বেরিয়ে যাবে বলে আশাবাদী কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

করোনার ভ্যাকসিন বেরিয়ে গেলে কীভাবে তা প্রতিটি রাজ্যে বণ্টন করা হবে সেব্যাপারে ইতিমধ্যেই নির্দিষ্ট একটি পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। করোনার ভ্যাকসিন বেরোলে তা সংগ্রহ থেকে শুরু করে রাজ্যে-রাজ্যে বণ্টনের ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব পালন করবে কেন্দ্র।

কোনও রাজ্যই নিজেদের উদ্যোগে করোনার ভ্যাকসিন সংগ্রহ করতে পারবে না। আগেই তা স্পষ্ট করে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীও করোনার ভ্যাকসিন বণ্টন প্রসঙ্গে কেন্দ্রের অবস্থান আরও একবার স্পষ্ট করেছেন।

সূত্র: কলকাতা২৪x৭

আর/০৮:১৪/১৩ অক্টোবর

Back to top button