পশ্চিমবঙ্গ

বিজেপি প্রার্থী পার্নো মিত্রের মিছিলে হামলা, অভিযোগ ওড়াল তৃণমূল

কলকাতা, ১৪ এপ্রিল – বরাহনগরে বিজেপি প্রার্থী পার্নো মিত্রের মিছিলে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার দুপুরে বরাহনগর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সতীন সেন নগর এলাকায় প্রচারে গিয়েছিলেন পার্নো-সহ বিজেপি নেতা-কর্মীরা। তাঁরা বাইক নিয়ে ‘রোড শো’ করার সে সময়ই তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকেরা হামলা চালান বলে অভিযোগ।

শনিবার পঞ্চম দফায় বরাহনগরে ভোট হবে। বুধবারই প্রচারের শেষ দিন। পার্নো হামলার ঘটনার পরে বলেন, ‘‘পরিকল্পিত ভাবে আমাদের প্রচারে হামলা করেছে তৃণমূল।

আমাদের শান্তিপূর্ণ মিছিলে আক্রমণ করা হয়েছে। মহিলাদের মারা হয়েছে। আমাদের কর্মীদের তৃণমূল হুমকি দিচ্ছে, ২ মের পরে দেখে নেওয়া হবে।’’

আরও পড়ুন : যা করা হল তার বিচার মানুষ করবে, আমি ভয়ে ঘরে ঢুকে যাওয়ার লোক নই: মমতা

ঘটনার প্রতিবাদে বিটি রোড অবরোধ করেন বিজেপি নেতা-কর্মীরা। বরাহনগর থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয় বিজেপি-র তরফে।

বরাহনগরে পার্নোর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা বিদায়ী বিধায়ক তাপস রায় অবশ্য হামলার অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘‘ভোটে পরাজয় নিশ্চিত বুঝে গিয়ে বিজেপি নাটক করছে। বরং ১ নম্বর ওয়ার্ডে বিজেপি-র হামলায় আমাদের এক মহিলা নেত্রী আহত হয়েছেন।’’

সূত্র : আনন্দবাজার
অভি/ ১৪ এপ্রিল

Back to top button