আইন-আদালত

লকডাউনে যেভাবে চলবে আদালত

ঢাকা, ১৪ এপ্রিল – দেশে করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ এবং দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ভার্চুয়ালি সীমিত পরিসরে বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্ট প্রশাসনের পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : পুলিশের আইজিপিকে আইনি নোটিশ

বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টে প্রতি রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিচারিক কার্যক্রম চলবে। শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে প্রতি সোম ও বুধবার বেলা ১১টা থেকে চেম্বার আদালত অতি জরুরি বিষয়ে শুনানি করবেন।

উল্লেখ্য, এর আগে গত ৪ এপ্রিল করোনাভাইরাসের বিস্তার রোধে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়। এরপর ১১ এপ্রিলের বিজ্ঞপ্তিতে আদালতের কার্যক্রম ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে চলবে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন।

একই দিন অপর এক বিজ্ঞপ্তিতে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে শুধু জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্ত নিষ্পত্তির জন্য অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে ১২ এপ্রিল থেকে কার্যক্রম পরিচালিত হবে বলে জানানো হয়। এরপর ১৩ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে পৃথক তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ এপ্রিল

Back to top button