দক্ষিণ আমেরিকা

পেরুতে যাত্রীবাহী বাস উল্টে ২২ জন নিহত

লিমা, ১৩ এপ্রিল – পেরুতে যাত্রীবাহী একটি বাস উল্টে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। সোমবার সকালে আন্দিজ পর্বতমালাসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় অঞ্চলটিতে বৃষ্টি হচ্ছিল। এরমধ্যে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। জানা গেছে, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন বাসটির অধিকাংশ যাত্রী। খবর এএফপির

আরও পড়ুন : এবার টিকা উৎপাদন করবে ভেনেজুয়েলা

দক্ষিণ আমেরিকান দেশটির একজন পুলিশ কর্মকর্তা বলেন, রাজধানী লিমার ৬০০ কিলোমিটার উত্তরে হুয়ারেজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল জানায়, বাসটির অধিকাংশ যাত্রী প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ঘরে ফিরছিলেন। গত রোববার পেরুর নতুন প্রেসিডেন্ট ও কংগ্রেস নির্বাচনে ভোট দেয় দেশটির জনগণ।

দক্ষিণ আমেরিকার দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায়ই মৃত্যুর ঘটনা ঘটে। বর্ষাকালে বেশির ভাগ দুর্ঘটনা ঘটে। রাস্তার দুরবস্থা, পর্যাপ্ত পথনির্দেশিকার অভাব ও কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের সীমাবদ্ধতা এর অন্যতম কারণ।

সূত্র : সমকাল
এন এইচ, ১৩ এপ্রিল

Back to top button