আইন-আদালত

‘শিশুবক্তা’ রফিকুলের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ মে

ঢাকা, ০৯ এপ্রিল – আগামী ৩০ মে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ‘শিশুবক্তা’ খ্যাত মাওলানা রফিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

শুক্রবার মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুইয়া।

আরও পড়ুন : বিয়ে নয়, টাকার বিনিময়ে ঝর্ণার সঙ্গে মেলামেশা করতেন মামুনুল!

এর আগে বৃহস্পতিবার রফিকুল ইসলামের বিরুদ্ধে মো. আদনান শান্তু নামে একজন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মতিঝিল থানায় মামলা করেন।

গত বুধবার রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে রফিকুল ইসলামকে নেত্রকোণা থেকে আটক করে র‌্যাব।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন
এন এ/ ০৯ এপ্রিল

Back to top button