সিরাজগঞ্জ
টিকা নেওয়ার পরও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত এমপি জয়
সিরাজগঞ্জ, ০৫ এপ্রিল – টিকা নেয়ার পরও দ্বিতীয় দফায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরাজগঞ্জ-১ (সদরের একাংশ ও কাজিপুর) আসনের এমপি তানভীর শাকিল জয়।
রোববার (০৪ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন তানভীর শাকিলের ব্যক্তিগত সহকারী মো. মিন্টু।
আরও পড়ুন : বাবা-মাসহ ১৭ জনের মৃত্যু, এখনো জানেন না পাভেল!
তিনি জানান, এমপি তানভীর শাকিল জয় দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন প্রোগ্রাম শেষে শনিবার (০৩ এপ্রিল) ঢাকায় ফেরেন। এরপর রোববার (০৪ এপ্রিল) তিনি শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়।
এর আগেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তানভীর শাকিল জয়। তিনি প্রায় এক মাস আগে করোনার ভ্যাকসিনও নিয়েছিলেন।
সূত্র : বাংলানিউজ
এন এইচ, ০৫ এপ্রিল