দক্ষিণ আমেরিকা

ব্রাজিলে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড

ব্রাসিলিয়া, ২৪ মার্চ – বিশ্বজুড়ে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই মধ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে ভয়াবহ অবনতি হয়েছে করোনা পরিস্থিতির।

এই ভাইরাসের তাণ্ডবে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) বিশ্বের বিভিন্ন দেশে আরও প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

এর মধ্যে শুধু ব্রাজিলেই রেকর্ড ৩ হাজার ২৫১ জনের মৃত্যু হয়েছে করোনায়, যা দেশটিতে একদিনে মৃত্যুর নতুন রেকর্ড। এখন পর্যন্ত দেশটির মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৯৮ হাজার ৮শ’।

আরও পড়ুন : করোনার তাণ্ডবে ব্রাজিলে একদিনে প্রাণহানি প্রায় ৩ হাজার

এদিকে, বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪ লাখ ৭২ হাজারের বেশি। এর মধ্যে শুধু ব্রাজিলেই প্রায় ৮৫ হাজার মানুষের দেহে শনাক্ত হয়েছে নতুন সংক্রমণ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে আরও সাড়ে আটশ’ জনের। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৫৬ হাজারের ওপর। দেশটিতে করোনায় মোট প্রাণ গেছে ৫ লাখ ৫৬ হাজার ৮শ’ মানুষের।

মঙ্গলবার সাড়ে ৫শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে। রাশিয়ায় প্রাণহানি প্রায় সাড়ে চারশ’।

এদিকে, ভারতে আরও ২৭৭ জনের মৃত্যুর পর মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ লাখ ৬০ হাজার ৫শ’র কাছাকাছি। দেশটিতে ৪৭ হাজারের ওপর নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।

সূত্র : বিডি-প্রতিদিন
এন এইচ, ২৪ মার্চ

Back to top button