সিলেট

এসআই আকবরকে পালাতে সহায়তা করায় এসআই হাসান বরখাস্ত

সিলেট, ২১ অক্টোবর- সিলেটের বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ এসআই আকবর হোসেনকে পালাতে সহায়তা করায় হাসান উদ্দিন নামে এক এসআইকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি পুলিশ ফাঁড়ির ‘টু-আইসি’ পদে কর্মরত ছিলেন।

আজ বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ সাময়িক বরখাস্তকৃত এসআই আকবর হোসেনকে ফাঁড়ি থেকে পালাতে সহায়তা ও তথ্য গোপনের অপরাধে এসআই হাসান উদ্দিনকে সাময়িকভাবে চাকরি হতে বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: রায়হানের বাড়িতে পুলিশ সদর দপ্তরের তদন্ত দল

উল্লেখ্য, গত ১০ অক্টোবর রাতে নেহারিপাড়ার বাসিন্দা রায়হানকে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে গিয়ে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।

বর্তমানে এই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ২১ অক্টোবর

Back to top button