তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের ধারাবাহিক বৈঠক শুরু
ঢাকা, ১৭ এপ্রিল – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের ধারাবাহিক ভার্চ্যুয়াল বৈঠক শুরু হয়েছে।
শুক্রবার বিকেল ৩ টা ৩০ মিনিটে প্রথম দিনে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের ১৩ জন সদস্য যোগ দেন। বৈঠকের বিষয়টি জানিয়েছেন দপ্তরের চলতি দায়িত্বে থাকা বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
আরও পড়ুন : করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের ২ আইনজীবীর মৃত্যু
তিনি জানান, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও অংশ নেন। বৈঠকে দেশের বিরাজমান রাজনৈতিক, করোনা এবং অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি, সরকারের দমন-নিপীড়ন ও করণীয় নিয়ে আলোচনা হচ্ছে।
আজকের বৈঠকে আরও অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য উকিল আব্দুস সাত্তার এমপি, আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনু, মশিউর রহমান, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, মনিরুল হক চৌধুরী, হেলালুজ্জামান তালুকদার লালু, এ্যাড. ফজলুল হক আসপিয়া, সৈয়দ মেহেদী আহমেদ রুমি, মো. আবদুল কাইয়ুম, এস.এম. জহিরুল ইসলাম, ইসমাইল জবিউল্লা।
কেন্দ্রীয় দপ্তর থেকে ধারাবাহিক বৈঠকের তালিকা তৈরি করে লন্ডনের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটিতে বর্তমানে ৩০ জন ভাইস চেয়ারম্যান এবং উপদেষ্টা কাউন্সিলের সদস্য রয়েছেন ৭৮ জন।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৭ এপ্রিল