নরসিংদী

লোকমান হত্যা মামলার আসামি মেয়র প্রার্থী, পাল্টাল ২৪ ঘণ্টা পর

নরসিংদী, ১৪ জানুয়ারি- নরসিংদী পৌর নির্বাচনে ২৪ ঘন্টার ব্যবধানে প্রার্থী বদল করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগের নীতি নির্ধারণী বোর্ড।

বৃহস্প্রতিবার রাত সাড়ে ৯টায় দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত চিঠি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে পড়লে নরসিংদী জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠে।

শহরের বিভিন্ন স্থানে বাজি ও পটকা ফাটানো হয়। বুধবার আশরাফ হোসেন সরকারকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দিয়ে চিঠি প্রদান করা হয়।

এনিয়ে বৃহস্প্রতিবার আশরাফ হোসের তার কর্মী-সমর্থকদেরে নিয়ে পথসভা, জনসংযোগ,মিছিল ও প্রচারনা শুরু করেন।

বর্তমান মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম কামরুলের সমর্থকরা দলীয় এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি।

আরো পড়ুন:  হত্যা মামলার আসামি নৌকার প্রার্থী

তারা ঢাকায় হাই কমান্ডের সঙ্গে লবিং তদবীর চালিয়ে যান এবং সাবেক মেয়র লোকমান হেসেন হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি দাবী করে শীর্ষ পর্যায়ে আর্জি পেশ করেন।

অবশেষে রাতে কেদ্রীয় সিদ্ধান্ত মোতাবেক দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে প্রার্থী বদল করে স্থানীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি প্রেরণ করেন।

এতে নতুন প্রার্থী হিসেবে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুকে সদর পৌর সভা নিরর্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঘোষনা করা হয়।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/১৪ জানুয়ারি

Back to top button