দক্ষিণ এশিয়া

অসুস্থ কংগ্রেসের প্রাক্তন সভাপতি সনিয়া গান্ধী, জ্বর নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি, অবস্থা স্থিতিশীল

নয়াদিল্লি, ৩ মার্চ – ব্রংকাইটিস রোগের কারণে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। এক বিবৃতিতে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৫ বছর বয়সী সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল। আজ শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই হাসপাতালের এক মুখপাত্র বলেছেন, সোনিয়া গান্ধীকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। স্যার গঙ্গারাম হাসপাতালের ট্রাস্ট সোসাইটির চেয়ারম্যান ডিএস রানা বলেন, সোনিয়াকে জ্বরের কারণে বক্ষ মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অরূপ বসুর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। তার বর্তমান অবস্থা স্থিতিশীল।

চলতি বছরের এই নিয়ে দুইবার হাসপাতালে ভর্তি হলেন কংগ্রেসের সাবেক সভাপতি। এর আগে জানুয়ারিতে দিল্লির এক হাসপাতালে ভাইরাল শ্বাসযন্ত্রের সংক্রমণের চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন তিনি।

সূত্র: আমাদের সময়
আইএ/ ৩ মার্চ ২০২৩

Back to top button