রূপচর্চা

মাত্র এক সপ্তাহের মধ্যে লম্বা করুন চুল জাদুকরী একটি তেল ব্যবহারে

ইশ! আমার যদি এত লম্বা চুল থাকতো! এই আফসোস অনেক মেয়েদের। এই চুল লম্বা করার জন্য অনেকেই অনেক কিছু করে থাকেন। কেউ কেউ ব্যবহার করেন হেয়ার প্যাক আবার কেউ কেউ পার্লারে ছুটেন চুল লম্বা করার জন্য। এতকিছু করার পরও দেখা যায় চুল লম্বা হয় না। মূলত চুল রাতারাতি লম্বা করা সম্ভব নয়। এরজন্য প্রয়োজন নিয়মিত যত্নের, পুষ্টিকর খাবার গ্রহণ এবং স্বাস্থ্যকর জীবনযাপন। চুলের যত্নের জন্য প্রয়োজন নিয়মিত তেল অনেকেই ব্যবহার করেন। এই তেল যদি আপনার চুল লম্বা করতে সাহায্য করে তবে কেমন হয়? দারুন না। ঘরে তৈরি করে নিতে পারেন জাদুকরী সেই তেল।

যা যা লাগবে:
১। ১টি জবা ফুল
২। ৩টি জবা ফুলের পাতা
৩। ১ টেবিল চামচ নারকেল তেল
৪। কয়েকটি কারি পাতা
৫। ১ টেবিল চামচ সরিষা তেল
৬। ১ টেবিল চামচ অলিভ অয়েল
৭। ১ টেবিল চামচ পেঁয়াজের রস
৮। ১০ ফোঁটা ল্যভেন্ডার অয়েল (ইচ্ছা)
৯। ১টি ভিটামিন ই ক্যাপসল

যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে জবা ফুল এবং জবা ফুলের পাতা গুঁড়ো করে নিন।

২। পেঁয়াজের কুচি থেকে রস করুন।

আরও পড়ুন ::

৩। অল্প আঁচে একটি প্যানে নারকেল তেল জ্বাল দিন। এরসাথে কারি পাতা দিয়ে দিন।

৪। কারি পাতার রং কালচে হয়ে আসলে এতে অলিভ অয়েল, সরিষা তেল,  পেঁয়াজের রসম সরিষা তেল এবং ভিটামিন ই জেল দিয়ে দিন।

৫। অল্প আঁচে ৫ মিনিট জ্বাল দিন।

৬। তারপর এতে জবার পেস্ট দিয়ে দিন। জবার পেস্ট দেওয়ার পর তেলের রং পরিবর্তন হয়ে যাবে। রং পরিবর্তন হয়ে এলে চুলা বন্ধ করে দিন।

৭। তেলটি ঠান্ডা হলে একটি তুলোর বলে তেলটি লাগিয়ে মাথার তালুতে ম্যাসাজ করুন।

৮। চুল সিঁথি করে আঙ্গুল দিয়েও ম্যাসাজ করতে পারেন। ১৫ মিনিট ম্যাসাজ করে তেল লাগান।

৯। এরপর কুসুম গরম পানিতে টাওয়াল ভিজিয়ে চুলে পেঁচিয়ে ৩০ মিনিট। তারপর শ্যাম্পু করে ফেলুন।

কার্যকারিতা:
জবা ফুলে ভিটামিন এ, সি, অ্যামিনো অ্যাসিড এবং আলফা- হাইড্রোক্সি অ্যাসিড রয়েছে যা চুলের গোড়া মজবুত করে। মাথার তালুতে রক্ত চলাচল বজায় রাখে যা চুল বৃদ্ধি করতে সাহায্য করে।  কারি পাতা প্রোটিন এবং বিটা কারটিনের অন্যতম উৎস। যা চুল পাকা রোধ করে। সরিষা তেলে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল এবং ভিটামিন রয়েছে যা মাথার তালুর ময়লা পরিষ্কার করে। পেঁয়াজের রসে সালফার নতুন চুল গজাতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে এক সপ্তাহের মধ্যে পার্থক্য দেখতে পাবেন।

এস সি

Back to top button