রূপচর্চা

ছয় উপায়ে সুস্থ চুল

গরমের সময় ঘাম, ধুলাবালির কারণে চুল অনেক বেশি রুক্ষ হয়ে যায়। মাথায় খুশকির সমস্যা দেখা দেয় এবং চুল পড়তে শুরু করে। এ সময় ছয়টি সহজ উপায়ে চুল সুস্থ ও ঝলমলে রাখতে পারেন। চাইলে টাইমস অব ইন্ডিয়ার এই পরামর্শগুলো একবার দেখে নিতে পারেন।

১. চুলে কন্ডিশনার ব্যবহারের পর চিরুনি দিয়ে হালকাভাবে চুল আঁচড়ান। এতে প্রতিটি চুলে কন্ডিশনার লাগবে, যা চুল নরম ও সুস্থ রাখবে।

২. অন্তত ৪৫ দিন পর পর চুল ট্রিম করুন। এতে চুলের আগা ভালো থাকবে এবং চুল সুস্থ থাকবে।

৩. সপ্তাহে অন্তত দুদিন চুলে শ্যাম্পু করুন এবং বেশি করে কন্ডিশনার ব্যবহার করুন। এতে খুশকির সমস্যা দূর হবে।

৪. চুল কন্ডিশনার দিয়ে ধোয়ার পর ভেজা অবস্থায় সিরাম ব্যবহার করুন। এতে সহজেই চুল আঁচড়াতে পারবেন এবং চুল ভেঙে যাবে না।

৫. চুল ভেজা অবস্থায় বাইরে যাবে না। এতে ধুলাবালি অনেক দ্রুত চুলে বসে যায় এবং চুল রুক্ষ করে ফেলে। তাই ভালো করে চুল শুকিয়ে বাইরে যান।

৬. প্রতি মাসে একবার চুলে অবশ্যই হেয়ার স্পা করতে হবে। এতে প্রাকৃতিক উপায়ে চুল সুস্থ থাকবে।

এস সি

Back to top button