রূপচর্চা

বলিরেখা নয়, পান উজ্জ্বল ত্বক

কোমল, মসৃণ ও সুন্দর ত্বক সবার কাম্য। কিন্তু ঋতু বদলে আপনার নাজুক ত্বককে সইতে হয় বিরূপ প্রভাব। আর তখনই দেখা দেয় সুক্ষ্ম ফাটল, নিষ্প্রাণ ত্বককোষ, কালো ছোপ বা বলিরেখা। কাজের ব্যস্ততায় এতটুকু সময় নেই ত্বকের বাড়তি যত্ন নেয়ার। অথচ দিনশেষে ঘরে ফিরে বিশ্রাম নেয়ার সময় সামান্য চেষ্টায় পেতে পারেন কাঙ্ক্ষিত ত্বক। কনকনে শীত এলেও আর সহ্য করতে হবে না বলিরেখার ধকল। বরং উল্টো পেয়ে যাবেন উজ্জ্বল ত্বক। আর তাই..

– এক টেবিল চামচ বাঁধাকপির রস আর ১ চা চামচ মধু একসঙ্গে মিশিয়ে নিন। এবার মুখে লাগিয়ে রেখে কিছুক্ষণ পরে ধুয়ে ফেলুন, দারুণ কাজে দেবে।

– প্রতিদিন শোবার সময় ১ চামচ আমন্ড অয়েল চোখের পাতায় এবং চোখের চারপাশে ম্যাসাজ করুন। চোখের চারপাশের কালো দাগ দূর হবে।

– ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর, তুলার প্যাড শসার রসে ডুবিয়ে ১০ মিনিট চোখের পাতার উপর দিয়ে বিশ্রাম নিন। বিশ্রাম শেষে মুখহাত ধুয়ে নিলেই হল। চোখের চারপাশের ত্বকে উজ্জ্বলতা বাড়বে।

– অ্যাপল সিডার ভিনেগার ও অরেঞ্জ জুস মিশিয়ে টনিক হিসেবে স্টোর করতে পারেন। নিয়মিত লাগালে বয়সের ছাপ কমবে।

– টকদই আর লেবুর রস মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। প্যাকটি মুখে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ত্বক নরম হবে।

– সকালে বের হওয়ার আগে সানস্ক্রিন এবং রাতে শোওয়ার সময় গলায় ময়েশ্চারাইজিং ক্রিম অবশ্যই ব্যবহার করুন।

Back to top button