রূপচর্চা

খুব সহজ একটি কৌশলে পা দুটিকে করে ফেলুন তুলতুলে নরম!

না, পার্লারে যেতে হবে না কিংবা কিনতে হবে না কোন দামী পণ্য। খুব সহজ একটি কৌশলে আপনার রুক্ষ্ম পা দুটিকে ঘরে বসেই করে ফেলতে পারবেন তুলতুলে নরম। শক্ত গোড়ালি ওয়ে উঠবে বাচ্চাদের ত্বকের মত, দূর হবে গোড়ালি ফাটা এবং নিজের পায়ে হাত দিয়েই নিজেই অবাক হয়ে যাবেন আপনি। সবচাইতে দারুন ব্যাপারটি হচ্ছে প্রথমবারের পরই ফলাফল পেয়ে যাবেন! ২/৩ বার ব্যবহারে গোড়ালি হয়ে উঠবে নিখুঁত! চলুন, জেনে নিই বিস্তারিত পদ্ধতি।

যা যা লাগবে
৪ টেবিল চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয় কিন্তু)
৬ লিটার পানি
ফুট স্ক্রাবিং করার জন্য ঝামা বা স্ক্রাবার বা ব্রাশ
আপনার পছন্দের যে কোন ময়েসচারাইজার ক্রিম
প্লাস্টিকের প্যাকেট বা পলিথিনের মোজা

যেভাবে করবেন
-বেকিং সোডা গরম পানিতে ভালো করে গুলে নিন। একদম মিশে গেলে সেটায় আপনার পা ২৫ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন।
-ঝামা দিয়ে পা ভালো করে ঘষে নিন।
-তারপর সাধারণ পানি দিয়ে ধুয়ে, তোয়ালে দিয়ে মুছে পায়ে ভালো করে ক্রিম মেখে নিন একটু বেশী করে।
-এবার এই ক্রিম মাখা পা প্লাস্টিকের প্যাকেটের মাঝে ঢুকিয়ে পা বেঁধে রাখুন।
-২ ঘণ্টা পর প্যাকেট খুলুন। বাড়তি ক্রিম লেগে থাকলে মুছে নিন।
-আর উপভোগ করুন বাচ্চাদের মত নরম পায়ের ত্বক!

মনে রাখবেন
-প্রথমবারেই পার্থক্য দেখতে পাবেন। পায়ের অবস্থা কতটুকু খারাপ সেটার ওপরে নির্ভর করে ৩ থেকে ৭ বার করার প্রয়োজন হতে পারে।
-একবার করার পর ৭দিন বিরতি দিয়ে আবার করবেন। সপ্তাহে একবার করাই যথেষ্ট।

এস সি

আরও পড়ুন ::

Back to top button