ভারতে একদিনে প্রায় ৩ লাখ আক্রান্তের রেকর্ড
নয়াদিল্লী, ২১ এপ্রিল – করোনাভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউয়ে নাকাল বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত। দৈনিক সংক্রমণে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে দেশটি। এবার একদিনে সংক্রমিত হয়েছে প্রায় ৩ লাখ মানুষ।
ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
আরও পড়ুন : এই মুহুর্তে দেশ লকডাউনের পথে যাবে না: মোদী
একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ২০ জন যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ দৈনিক মৃত্যু।
দক্ষিণ এশিয়ার দেশটিতে করোনার মোট সংক্রমণ ১ কোটি ৫৬ লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৮২ হাজার ৫৭০ জন।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বলেন, ‘দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে। সংকটের সময়। এখন দেশকে লকডাউনের দিকে নিয়ে যাবেন না।’
তিনি বলেন, ‘করোনার দ্বিতীয় ঢেউ তুফানের মতো আছড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ধৈর্য ধরে এগোতে হবে।’
নরেন্দ্র মোদি বলেন, ‘দেশকে লকডাউন থেকে বাঁচাতে হবে। রাজ্যগুলোকে অনুরোধ করবো- তারা যেন করোনার বিরুদ্ধে শেষ অস্ত্র হিসাবে লকডাউনকে প্রয়োগ করে।’
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২১ এপ্রিল