‘ডেড বডিগুলো নিয়ে র্যালি, এসপি-আইসিকে ফাঁসাতে হবে’ : মমতার ফোনালাপ ফাঁস (অডিও সংযুক্ত)
ঢাকা, ১৭ এপ্রিল – পশ্চিমবঙ্গে চলছে নির্বাচন। সে নির্বাচন ঘিরে জেলায় জেলায় উত্তেজনা দেখা দিয়েছে। সেসবের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা চলছে শীতলকুচির গোলাগুলি ও নিহতের ঘটনা নিয়ে।
এবার সেই ঘটনায় মমতা ব্যানার্জীকে জড়িয়ে এক অডিও টেপ ফাঁস করেছে বিজেপি। যে অডিও টেপে শোনা যাচ্ছে, কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতীম রায়কে মমতা বলছেন, “পার্থ মাথা ঠান্ডা করে ভোটটা করো, তারপর এর বিচার আমরা করব। ডেডবডিগুলো এখন রেখে দাও। কাল ডেডবডিগুলো নিয়ে ব়্যালি হবে। পরিবারগুলোকে বলবে কেউ ডেডবডি নেবে না।
আরও পড়ুন : অনুপ্রবেশকারীদের হটিয়ে শরণার্থী-উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া হবে
শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে মমতা-পার্থর এই ফোনালাপ ফাঁস করেছে বিজেপি।
ফাঁস হওয়া ওই অডিও টেপে আরো শোনা গেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পার্থকে বলছেন, মৃতদের বাড়ির লোক যেন ভোটের পর এফআইআর করেন। কী এফআইআর করবেন তাঁরা সেটা তিনি বলে দেবেন। মমতাকে বলতে শোনা গেছে, ভালো করে এফআইআর করতে হবে ল’ইয়ার-এর সাথে কনসাল্ট করে। যাতে কমান্ড জোন থেকে শুরু করে এসপি থেকে শুরু করে সব কটা ফাঁসে। এসপিকেও ফাঁসাতে হবে আইসিকেও ফাঁসাতে হবে।
মমতা ব্যানার্জীর সাথে পার্থ প্রতিম রায়, কোচবিহারের জেলা সভাপতি ও শীতলকুচির টিএমসির প্রার্থীর কথোপকথন। pic.twitter.com/Pj5YUZ6aL9
— BJP Bengal (@BJP4Bengal) April 16, 2021
সূত্র : হিন্দুস্তান টাইমস
এন এ/ ১৭ এপ্রিল