কক্সবাজার

সোনাদিয়া দ্বীপে অস্ত্রসহ ৬ ডাকাত আটক

কক্সবাজার, ১৫ এপ্রিল – মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে ডাকাতির প্রস্তুতির সময় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক ও রামদা উদ্ধার করা হয়।

আরও পড়ুন : রোহিঙ্গা শিবির থেকে ১৫ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা আটক

পুলিশ জানায়, গ্রেপ্তার ডাকাত নুরুল কবিরের বাড়ি মহেশখালী শাপলাপুরের মিঠাছড়ি এলাকায়। অন্য দুজন শওকত ও রবিউল হাসান একই এলাকার বাসিন্দা। এ ছাড়া কালারমারছড়া আদরঘোনা এলাকার মোস্তফা কামাল, একই এলাকার রফিকুল হাসান ও ধলঘাটাটের জিয়াবুলকে গ্রেপ্তার করা হয়েছে একই ঘটনায়।

মহেশখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাই জানান, মহেশখালীর সোনাদিয়া দ্বীপ এলাকায় মাছ ধরার ট্রলারে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে সোনাদিয়া দ্বীপে ডাকাতি করে আসছিল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৫ এপ্রিল

Back to top button