ফুটবল

কার ঘরে উঠছে লা লিগা শিরোপা ?

মাদ্রিদ, ১৩ এপ্রিল – জমে উঠেছে স্পেনের শীর্ষ প্রতিযোগিতা লা লিগার লড়াই। লিগের এখনও আট রাউন্ডের খেলা বাকি আছে। এ অবস্থায় ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ আর ৬৫ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

লা লিগার গত ১৬ মৌসুমের মধ্যে ১৫ বারই শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২০১৩-১৪ আসরে জিতেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন : সাকিবদের দ্বিতীয় ম্যাচ আজ, প্রতিপক্ষ মুম্বাই

শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ দুই দলের মুখোমুখি দেখায় এগিয়ে রিয়াল। বার্সেলোনার বিপক্ষে জিতেছে দুই লেগেই। আর অ্যাতলেটিকোর বিপক্ষে প্রথম দেখায় জয়ের পর তাদের মাঠে ড্র করেছে জিদানের দল।

এদিকে শুরুর ছন্দহীনতা কাটিয়ে লা লিগার শিরোপার দৌড়ে আছে বার্সেলোনাও।

সূত্র : যুগান্তর
এন এ/ ১৩ এপ্রিল

Back to top button