মক্কা-মদিনায় ১০ রাকাত তারাবির নির্দেশ
রিয়াদ, ১৩ এপ্রিল – এবারের রমজান মাসে করোনা মহামারির কারণে পবিত্র মক্কা ও মদিনায় তারাবির নামাজ ২০ রাকাতের পরিবর্তে ১০ রাকাত করার নির্দেশ দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
সোমবার সৌদি গেজেটের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এই দুই মসজিদের দায়িত্বে থাকা শেখ আবদুল রহমান আল সুদাইস এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পবিত্র রমজান মাসে কভিড-১৯ সংক্রমণের ঝুঁকি থেকে মুসল্লিদের নিরাপদে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরও পড়ুন : রোজা রেখে টিকা নেওয়ার ক্ষেত্রে কোন সমস্যা নেই
শেখ আবদুল রহমান আরও বলেন, এই দুই মসজিদের প্রধান তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান করোনার এই পরিস্থিতিতে ওমরাহপালনকারী ও নামাজ আদায় করতে আসাদের জন্য সবচেয়ে ভালো সেবা নিশ্চিতে সার্বক্ষণিক চেষ্টা করছেন। সব সময় খোঁজ খবর রাখছেন।
মসজিদ কর্তৃপক্ষ রমজানে ওমরাহপালনকারী ও নামাজ আদায় করতে আসা সবার জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিতে সংশ্লিষ্টদের সহায়তায় সর্বোচ্চ জনবল ও পর্যাপ্ত প্রযুক্তিগত ব্যবস্থা নিয়েছে বলেও জানান আল সুদাইস।
এর আগে রমজানে করোনা থেকে সুরক্ষার জন্য সৌদি আরবের দুই প্রধান মসজিদে ইতিকাফ ও ইফতার আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেইসঙ্গে মসজিদের পরিচালন ক্ষমতা কমিয়ে আনা হয়।
এন এইচ, ১৩ এপ্রিল