কক্সবাজারে মাটি খুড়তেই মিলল বস্তাভর্তি ২ হাজার রাউন্ড গুলি
কক্সবাজার, ১২ এপ্রিল – কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজে বাকখালী মোহনা থেকে বালু উত্তোলনের সময় উঠে এসেছে বস্তাভর্তি দুই হাজারের বেশি গুলি। রোববার মধ্যরাতে পাওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বলে ধারণা করছে পুলিশ।
কক্সবাজার বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ করছে সিসি ই সিসি নামের একটি চায়না কোম্পানি। বাঁকখালীর নাজিরার টেকের কাছাকাছি জায়গায় ওই কোম্পানির কার্যালয় নির্মাণের জন্য বালি ভরাটের কাজ দেওয়া হয় ফাতেমা ড্রেজার কোম্পানিকে। প্রতিষ্ঠানটি কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য পাশের বাঁকখালী নদী ড্রেজিং করে মাটি এনে ভরাট করছিল। এ কাজের মাটি খুঁড়াখুড়ির মধ্যে বস্তাভর্তি গুলি দেখতে পেয়ে শ্রমিকেরা বিমানবন্দর কর্তৃপক্ষকে খবর দেয়। একই সঙ্গে খবর পেয়ে বিমান বাহিনীর কর্মকর্তারাও ঘটনাস্থলে হাজির হন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ পুলিশসহ গিয়ে গুলিগুলো উদ্ধার করে কক্সবাজার সদর মডেল থানায় নিয়ে আসে।
আরও পড়ুন : কক্সবাজার সৈকতে আরও একটি মৃত তিমি
উদ্ধার হওয়া গুলির পরিমাণ ২ হাজার ১৯০টি। তার মধ্যে মেশিন গান, থ্রি নট থ্রি রাইফেল ও পিস্তলের গুলি রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস বলেন, ‘ধারণা করা হচ্ছে-এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিংবা ৫০/৬০ বছর আগের সময়ের গুলি। গুলির নমুনা সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের কাছ থেকে রিপোর্ট পেলে বিস্তারিত তথ্য জানা যাবে।
সূত্র : সমকাল
এন এইচ, ১২ এপ্রিল