দক্ষিণ এশিয়া

ভারতে একদিনে প্রায় দেড় লাখ নতুন রোগী শনাক্ত

নয়াদিল্লী, ১০ এপ্রিল – গত ২৪ ঘণ্টায় পার্শ্ববর্তী দেশ ভারতে ১ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ করোনায় শনাক্ত হয়েছেন এবং একদিনে সর্বোচ্চ ৭৭৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : কাশ্মীরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ৭

দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, ৯ এপ্রিল ছয় রাজ্যে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড হয়েছে। মহারাষ্ট্রে প্রায় ৫৯ হাজার মানুষের দেহে মিলেছে ভাইরাসের উপস্থিতি। মুম্বাইয়ে নতুন সংক্রমিত ৯ হাজারের ওপর। সংক্রমণ বেড়েছে হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, বিহার ও ঝাড়খন্ডে। এই মুহূর্তে সক্রিয় সংক্রমণ আছে প্রায় ১০ লাখ ৪৬ হাজার। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ এবং বিগত ৪ সপ্তাহে পাঁচ গুণ বেড়েছে আক্রান্তের সংখ্যা।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button