পশ্চিমবঙ্গ

ভোটের সকালে টাকা বিলির অভিযোগ ইন্দ্রনীল খাঁ-র বিরুদ্ধে

কলকাতা, ১০ এপ্রিল – ভোটের সকালে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কসবার বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ-র বিরুদ্ধে। তার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ইন্দ্রনীলকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। ইন্দ্রনীল যদিও অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার সকাল ৭টায় চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু হয়। কসবার ওই কেন্দ্রে স্বাভাবিক ভাবেই কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন ছিল। তার মধ্যেই সকাল সকাল তৃণমূল এবং বিজেপি-র মধ্যে ঝামেলা বাধে। তৃণমূলের অভিযোগ, ভোটের সকালে বস্তিতে প্রচারে নামেন ইন্দ্রনীল। সেখানে গিয়ে বেশ কয়েক জনের হাতে ১০০০ টাকা করে দেন তিনি।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় ভোটগ্রহণ শুরু

স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, এলাকাবাসীরাই বিষয়টি তাঁদের জানান। এর পর এলাকায় পৌঁছে ইন্দ্রনীলকে তাঁরা বাধা দেন বলে জানান তৃণমূল কর্মীরা। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, তাতেই তেড়ে ওঠেন বিজেপি প্রার্থী। বহিরাগতদের নিয়ে ইন্দ্রনীল এলাকায় ঢুকেছেন বলেও অভিযোগ করেন তৃণমূল কর্মীরা।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেন ইন্দ্রনীল। টাকা বিলির অভিযোগও উড়িয়ে দেন তিনি। বরং তৃণমূলের লোকেরাই ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে পাল্টা অভিযোগ তোলেন তিনি।

সূত্র : আনন্দবাজার
এন এ/ ১০ এপ্রিল

Back to top button