জাতীয়
বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত : কাদের
ঢাকা, ০৯ এপ্রিল – বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন দলটির নেতাদের রাজনৈতিক আইসোলেশন দরকার।
ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
আরও পড়ুন : বাইডেনের বিশেষ দূত জন কেরি আজ ঢাকা আসছেন
ওবায়দুল কাদের বলেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার ও ষড়যন্ত্র আর আগুনসন্ত্রাস।
বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার বলে মনে করেন জনগণ মন্তব্য ওবায়দুল কাদেরের।
করোনাভাইরাস মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, বিএনপির বক্তব্যে প্রমাণ করে তাদের লেজে-গোবরে দশা। জনগণ মনে করে বিএনপির মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে।
সূত্র : যুগান্তর
এন এইচ, ০৯ এপ্রিল