মুন্সিগঞ্জ

মেয়রের বাড়িতে বিস্ফোরণ, চার কাউন্সিলরসহ আহত ১৩

মুন্সীগঞ্জ, ০৬ এপ্রিল- মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস ছালামের বাসভবনে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মেয়রের স্ত্রী ও চারজন কাউন্সিলরসহ ১৩ জন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রামগোপালপুর এলাকায় মেয়রের বাসভবনে এই বিস্ফোরণ ঘটে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘হঠাৎ বিস্ফোরণে কয়েকজন আহতের খবর পেয়েছি। কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের পাঠানো হয়েছে।’

এদিকে, বিস্ফোরণে দুই জন গুরুতরসহ মোট ১৩ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক।

আহতরা হচ্ছেন মো. তাজুল (২০), মো. মোশারফ (৫০), মো. মনির হোসেন (৫০), শ্যামল দাস (৪৫), পান্না (৫৫), কালু (৪৫), কানন, (৪০), ইদ্রিস আলী (৫০), কাউন্সিলর মো. সোহেল (৫২), কাউন্সিলর আওলাদ (৪৭), কাউন্সিলর দ্বীন ইসলাম (৪০), মিরকাদিম পৌরসভার প্যানেল মেয়র রহিম বাদশা (৫৫) ও মহিউদ্দিন (৫২)।

আরও পড়ুন : টাঙ্গাইলে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেফতার ৪

আহত প্যানেল মেয়র রহিম বাদশা বলেন, ‘পৌরসভার একটি কাজের ব্যাপারে চারজন কাউন্সিলরসহ আমরা কয়েকজন মেয়রের বাসায় আলোচনা করছিলাম। হঠাৎ কিছু একটা বিস্ফোরণ ঘটে। কিসের থেকে এমন বিস্ফোরণ ঘটেছে তা এখনও বলতে পারছি না।’

কর্তব্যরত চিকিৎসক শৈবাল বসাক জানান, একজন ছাড়া সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। আহতদের সবারই বার্ন ইনজুরি। ১৩ জনের মধ্যে মেয়রপত্নী কাননসহ দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসলেও কী কারণে এই বিস্ফোরণ তা এখনও বলতে পারছি না। সিআইডিকে তলব করা হয়েছে। তারা আসার পরে হয়তো কিছু বলা যাবে।

সূত্র : আমাদের সময়
অভি/০৬ এপ্রিল

Back to top button