পশ্চিমবঙ্গ

নন্দীগ্রামে মমতার গুন্ডাবাহিনী কিছুই করতে পারেনি : অমিত শাহ

কলকাতা, ০৩ এপ্রিল – স্বরাষ্টমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ বলেছেন, ‘বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির গুন্ডাবাহিনী কিছুই করতে পারেনি। হুগলির আরামবাগেও কিছু করতে পারবে না।’

শুক্রবার (২ এপ্রিল) বিকেলে হুগলির আরামবাগে রোড শোতে বক্তৃতাকালে এসব কথা বলেন অমিত শাহ। এর আগে তিনি দক্ষিণ২৪ পরগনার বারুইপুরে রোড শো করেন।

আরও পড়ুন : ‘নন্দীগ্রামে বড় বিশ্বাসঘাতকের বিসর্জন হয়েছে’, নাম না করে শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

অমিত শাহ বলেন, ‘পরিবারের সকলকে নিয়ে ভোটকেন্দ্রে যান। পদ্মফুলের বোতাম টিপুন। তৃণমূলের গুন্ডারা আপনাদের ধমকায়, চমকায়! কিন্তু এবার আর সেটা হবে না। আপনারা দেখেছেন, দিদির গুন্ডাবাহিনী নন্দীগ্রামে কিছু করতে পারেনি, আরামবাগেও পারবে না।’

এক প্রতিবেদনে বলা হয়, এক সময়ের লাল দুর্গ আরামবাগ গত ১০ বছরে তৃণমূলের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে। গত লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার এ আসনে জয়ী হলেও ব্যবধান ছিল নামমাত্র। তাই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন বিজেপি নেতারা।

আরামবাগ মহকুমায় রয়েছে চারটি বিধানসভা আসন— পুরশুড়া, আরামবাগ, খানাকুল ও গোঘাট। যার মধ্যে পুরশুড়া এবং গোঘাটে লোকসভা ভোটের ফলে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। আরামবাগ খানাকুলেও ভাল অবস্থায় রয়েছে গেরুয়া শিবির। তাই বিজেপি শীর্ষ নেতৃত্ব আরামবাগের ৪টি আসনকে পাখির চোখ করে লড়াইয়ে নেমেছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৩ এপ্রিল

Back to top button