উত্তর আমেরিকা

সম্ভবত বাদুড় থেকেই ছড়ায় করোনা : ডব্লিউএইচও

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে চীনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল চীনের ল্যাব থেকে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়েছে। কিন্তু সে অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রাথমিক এক রিপোর্টে বলা হয়েছে।

সংস্থাটি বলছে, এই ভাইরাস খুব সম্ভবত বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ২০

সম্প্রতি চীনে পরিচালিত একটি গবেষণার প্রাথমিক রিপোর্ট এপির হাতে এসেছে। এ গবেষণায় চীন সরকারও যুক্ত ছিল। কিছু দিনের মধ্যেই এই রিপোর্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক কর্মকর্তা।

এপি জানিয়েছে, সম্প্রতি চীনে পরিচালিত ডব্লিউএইচ’র গবেষণার পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো প্রকাশিত হয়নি। তবে প্রাথমিক যে রিপোর্ট হাতে এসেছে তাতে বলা হয়েছে, চীনের ল্যাবরেটরি থেকে কোনোভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। মনে হচ্ছে বাদুড়ের শরীর থেকে প্রাণীদের মাধ্যমেই মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস।

সূত্র : আমাদের সময়
অভি/ ২৯ মার্চ

Back to top button