মধ্যপ্রাচ্য

সস্ত্রীক করোনায় আক্রান্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

দামেস্ক, ০৯ মার্চ – প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা আল আসাদ।

সোমবার প্রেসিডেন্টের দফতর থেকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : পরমাণু ইস্যুতে আমেরিকা রাস্তার ভুল পাশ দিয়ে চলছে: ইরান

বিবৃতিতে বলা হয়, শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষা করতে দেওয়া হয়। পরে রিপোর্ট পজেটিভ আসে। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদেরকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে থেকেই দাফতরিক কার্যক্রম পরিচালনা করবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, কমপক্ষে ৩ সপ্তাহ রাখা হবে পর্যবেক্ষণে।

এদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪২ জন। মারা গেছেন ১ হাজার ৬৮ জন।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৯ মার্চ

Back to top button