ঢালিউড

ইয়াশ-দীঘির ‘শেষ চিঠি’

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – প্রথমবার একসঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন ইয়াশ রোহান ও দীঘি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘শেষ চিঠি’। বৃহস্পতিবার রাতে ছবিটিতে চুক্তি স্বাক্ষর করেছেন তারা। ছবিতে তুলি চরিত্রে অভিনয় করবেন দীঘি। শ্যামল চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহানকে।

‘শেষ চিঠি’ ছবির গল্পের মূল বিষয়বস্তু হলো, মানুষকে পেশা দিয়ে মূল্যায়ন নয়, তাকে মানুষ হিসেবেই সম্মান করা।

আরও পড়ুন : থানায় জিডি করলেন আতঙ্কিত বুবলী

ছবিটি পরিচালনা করবেন সুমন ধর। এর আগে ‘দর্পণ বিসর্জন’ ও ‘অমি ও আইসক্রিমওয়ালা’ নামে দুটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন তিনি।

আগামী ২ মার্চ থেকে ঢাকার লোকেশনে ‘শেষ চিঠি’র শুটিং শুরু হবে। ৬ মার্চ পর্যন্ত টানা এই শুটিং চলবে। ‘শেষ চিঠি’ রচনা করেছেন ববি রহমান। এতে বিশেষ একটি চরিত্র করবেন সাবেরী আলম।

এন এইচ, ২৮ ফেব্রুয়ারি

Back to top button