পঞ্চগড়

স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চায় না জাসদ

পঞ্চগড়, ২৭ ফেব্রুয়ারি – ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা মুক্ত করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ওই কর্মসূচি পালন করে বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা শাখা।

আরও পড়ুন : সুন্দরগঞ্জে রিভলবারসহ যুব সংহতি নেতা গ্রেপ্তার

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিন, জেলা শাখার সভাপতি আব্দুল মজিদ বাবুল, সদর উপজেলা সভাপতি শামুস কিবরিয়া প্রধান, সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল, জেলা শাখার প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, গণসংযোগ সম্পাদক হারুন অর রশিদ ও সদর উপজেলা শাখার দপ্তর সম্পাদক হায়দার আলী। বক্তারা বলেন, দলীয় মার্কায় স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কারণে প্রতিটি নির্বাচনেই কম বেশি সহিংসতা হচ্ছে।

হতাহতের ঘটনাও ঘটছে। এ কারণে স্থানীয় সরকার নির্বাচন দলীয় মার্কা মুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলা থানা ও পৌর শাখার জাসদের নেতাকর্মীরা অংশ নেন।

সূত্র : আরটিভি
এন এইচ, ২৭ ফেব্রুয়ারি

Back to top button