ক্রিকেট

টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা, ১১ ফেব্রুয়ারি – দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বোলারদের জন্য অনুকূল পরিবেশ থাকায় আগের ম্যাচে টস জিতে ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল বাংলাদেশ। সফরকারীরা এবার নিজেরাই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল।

প্রথম ম্যাচে মন্থর আর টার্নিং উইকেটে ব্যাটসম্যানরা ধুঁকছিলেন। কুয়াশাময় পরিস্থিতিও বোলারদের দিচ্ছিল বাড়তি সুবিধা। তাতে মাত্র ১২২ রানে গুটিয়ে বাংলাদেশের কাছে ৬ উইকেটে হারে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ জিতলেই তাই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

আরও পড়ুন : ভাল খেলেও র‌্যাংকিংয়ে বিরাট পতন কোহলির

প্রথম ম্যাচের জয়ী একাদশকেই এই ম্যাচে রেখেছে বাংলাদেশ। একাদশে একটা বদল এনেছে উইন্ডিজ। পেসার শেমার হোল্ডারের জায়গায় এসেছেন ব্যাটসম্যান কিজর্ন ওটলি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, কাইল মায়ার্স, কিজর্ন ওটলি, আলজারি জোসেফ, রেমন রেইফার।

সূত্র : দ্য ডেইলিস্টার
এন এইচ, ১১ ফেব্রুয়ারি

Back to top button