কক্সবাজার

টেকনাফে অভিযান: এক লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার, ০৫ ফেব্রুয়ারি – কক্সবাজারের টেকনাফের নাফনদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে এক লাখ পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে । টেকনাফ কোস্টগার্ড স্টেশানের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সাইয়্যদুল জানান, শুক্রবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বড়খাল সংলগ্ন নাফনদীতে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন : বর্তমান সরকারের সময়ে মহেশখালীর দুর্নাম গোছাতে সক্ষম হয়েছে : এমপি আশেক

তিনি জানান, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবরে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে একটি বস্তাসহ এক ব্যক্তিকে সাঁতার কেটে আসতে দেখে কোস্টগার্ড সদস্যরা।

এ সময় টর্চলাইটের আলো ফেললে বস্তাটি রেখে ওই ব্যক্তি সাঁতরে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে পলিথিন মোড়ানো অবস্থায় ১ লাখ ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তিনি আরো জানান,উদ্ধার ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি

Back to top button