ইউরোপ

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল কসোভো

প্রিস্টিনা, ৩০ জানুয়ারি – ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল ইউরোপের মুসলিম দেশ কসোভো। আগামী সপ্তাহে এ নিয়ে দুই দেশের মধ্য একটি চুক্তি সম্পন্ন বলে প্রিস্টিনা সরকার জানিয়েছে।

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টিকে ঐতিহাসিক মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন কসোভোর পররাষ্ট্রমন্ত্রী মেলিজা হারাদিনাজ স্তুবেলা।

শুক্রবার তিনি জানান, ১ ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল আনুষ্ঠানিকতার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কসোভোর চুক্তি সম্পন্ন হবে।

আরও পড়ুন : ফ্রান্সে আবারও নিষেধাজ্ঞা আরোপ

ক্ষমতা ছাড়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য সমঝোতা করেন। গত বছর ট্রাম্পের মধ্যস্থতায় আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে গড়ে।

মেলিজা হারাদিনাজ বলেন, ‘ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারা কসোভোর জন্য অন্যতম সেরা অর্জন। এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর জন্য আমাদের উভয়ের চিরস্থায়ী মিত্র যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাই।’

গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে কসোভো-সার্বিয়ার নেতাদের নিয়ে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে সিদ্ধান্ত হয় যে, কসোভোর ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন করবে।

একই সঙ্গে সার্বিয়াও রাজি হয়, ইসরায়েলে তাদের দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করার। ২০১৭ সালে প্রবল বিরোধিতার মধ্যে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে সেখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা দেন ট্রাম্প। পরের বছর জেরুজালেমে দূতাবাস স্থানান্তর হয় উদ্বোধন করেন তিনি।

সূত্র : দেশ রুপান্তর
এন এইচ, ৩০ জানুয়ারি

Back to top button