ফুটবল

যুক্তরাষ্ট্রে বিলাসবহুল বাড়ি কিনেছেন মেসি

২০২০ সালে ফুটবলে আলোড়ন তোলা ঘটনা ছিল লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া না ছাড়ার বিষয়টি।

তবে মেসি এখন পর্যন্ত বার্সেলোনা না ছাড়লেও নতুন মৌসুমে মেসি রোনাল্ড কোম্যানের শিষ্য হয়েই থাকবেন কিনা সে জল্পনা চলছেই।

এরই মধ্যে জানা গেল, যুক্তরাষ্ট্রের মায়ামিতে ৭.২৫ মিলিয়ন পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ৮৩ কোটি টাকা) বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন মেসি।

এমন খবরে পুরনো জল্পনায় নতুনমাত্রা যোগ হয়েছে। নতুন বছর শুরুর আগেই প্রশ্ন উঠেছে– তবে কি ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন আর্জেন্টাইন সুপারস্টার!

ধারণা করা হচ্ছে, বার্সেলোনা ছেড়ে মেজর লিগ সকারে (এমএলএস) ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামি দলে যোগ দেবেন মেসি। সে ক্ষেত্রে এ মৌসুম শেষে বার্সার সঙ্গে দীর্ঘ ১৯ বছরের মায়ার বাঁধন ছিন্ন করবেন ৩৩ বছর বয়সী এ ফরোয়ার্ড।

যদিও এখনও পর্যন্ত মেসির ভবিষ্যৎ নিয়ে এসব বিষয় ধারণার মধ্যেই সীমাবদ্ধ। নতুন মৌসুমে কোথায় গিয়ে থিতো হচ্ছেন মেসি হয়তো নিজেই জানেন না সে কথা।

বিষয়টি জানতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে বলে দাবি করেছে স্প্যানিশ রেডিও কাদেনা সার।

স্পেনের রেডিও ব্যক্তিত্ব হোসে আন্তোনিও পনসেতির বরাত দিয়ে কাদেনা সার জানিয়েছে, বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে পাড়ি জমাবেন মেসি। তবে সেটি হবে ২০২৩ সালে। সেখানে গিয়ে ঘাঁটি গাড়বেন ডেভিড বেকহামের ক্লাব ইন্টার মায়ামিতে। খেলবেন দেশটির মেজর লিগ সকারে (এমএলএস)। আর সে পরিকল্পনা অনুযায়ী প্রায় দেড় বছর আগেই মায়ামিতে ৮৩ কোটি টাকা খরচায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনে রেখেছেন মেসি। সৈকত খুব কাছেই মেসি অবস্থিত এ অ্যাপার্টমেন্ট। আর বেকহামের ক্লাবে যেতে লাগে মাত্র ২৫ মিনিট।

স্পেনের সংবাদমাধ্যম এল লারগুয়েরোকে পনসেতি জানিয়েছেন, সন্তানরা যেন বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগে যুক্তরাষ্ট্রের হাইস্কুলে পড়তে পারে, সে জন্যই ফ্ল্যাটটি কিনেছেন মেসি।

অবশ্য পনসেতির এমন বক্তব্যের পেছনে মেসির হাত রয়েছে।

চলতি বছরেই স্প্যানিশ টেলিভিশন চ্যানেল লা সেক্সতাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছিলেন, ‘সবসময়ই বলেছি– আমি এমএলএসে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করতে চাই। কিন্তু সেটি এখনই নয়।’

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/৩১ ডিসেম্বর

Back to top button