কুমিল্লা

দেবিদ্বারে প্রথম পৌর মেয়র হলেন শামীম

দেবিদ্বার, ১৭ জুলাই – প্রতিষ্ঠার ২১ বছর পর অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচনে প্রথমবারের মতো মেয়র হলেন নৌকা প্রতীকের সাইফুল ইসলাম শামীম। সোমবার (১৭ জুলাই) রাত ৯ টার দিকে ভোট গণনা শেষে তাকে বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

এদিন সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পৌর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারী ফলাফলে শামীম পেয়েছেন ১২ হাজার ১৪৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিদ্রোহী প্রার্থী নারিকেলগাছ প্রতিকের মো. আবুল কাসেম পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট। মোট ৪ হাজার ৩৭৮ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মেয়র হলেন ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম শামীম।

২০০২ সালে দেবিদ্বার পৌরসভা গঠিত হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় দীর্ঘ ২১ বছর পর অনুষ্ঠিত হলো দেবিদ্বার পৌরসভা নির্বাচন। প্রথমবারের এ নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৮জন। এদের মধ্যে এম, এ কাইয়ুম ভূইয়া (ক্যারামবোর্ড) ৪ হাজার ৯৮৮ ভোট, শাহজাহান মোল্লা (ইস্ত্রি) ১ হাজার ৬৯৬ ভোট, এবিএম আতিকুর রহমান বাশার (মোবাইল ফোন) ৮৭০ ভোট, আবুল খায়ের (কম্পিউটার) ১ হাজার ৫৩৭ ভোট, এ্যাড. সাইফুল ইসলাম সরকার (জগ) ২৩১ এবং শরিফুল ইসলাম সুমন (চামচ) ৩২৩ ভোট পেয়েছেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। পৌরসভায় মোট ভোটারসংখ্যা ৪৪ হাজার ৫৮৭ জন। এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ১৪ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৭ জুলাই ২০২৩

Back to top button