জাতীয়

দেশে করোনায় আরও ২৩ প্রাণহানি, নতুন শনাক্ত ১৪৯৩

ঢাকা, ২৮ অক্টোবর- গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১৪৯৩ জন। বুধবার করোনায় প্রাণহানি ও আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে দেশে ৫৮৬১ জনের মৃত্যু হলো করোনাভাইরাসে। আর সংক্রমণ ধরা পড়েছে ৪ লাখ ৩ হাজার ৭৯ জনের দেহে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে ১২ হাজার ৩৫৭ টি নমুনা করা হয়েছে। এদের মধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪৯৩ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উছেন ১৬১০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ১৯ হাজার ৭৩৩ জন।

আরও পড়ুন: উত্তরবঙ্গে সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ

করোনাভাইরাসের উৎপত্তি চীনের উহানে। এটি বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে।

কোভিড-১৯ এ বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ। ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় দেশে।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২৮ অক্টোবর

Back to top button