রূপচর্চা

গোড়ালি ফাটা রোধে তিলের তেল ও কলা!

বয়স হবার সাথে সাথে রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দিনে দিনে কমে যায়। তাই খুব সহজে আমাদের শরীরের বিভিন্ন অংশে বিভন্ন সমস্যা দেখা যায়। অনেকে পায়ের গোড়ালি ফাটার সমস্যায় ভুগে। এই সমস্যা দূর করতে বিভিন্ন উপায় রয়েছে। তন্মদ্ধে সহজ কিছু উপায় আলোচনা করা হল-

১. গ্লিসারিন ও গোলাপ জল: গ্লিসারিন এবং গোলাপ-জলের একটি মিশ্রণ তৈরি করুন এবং টানা ১৫ দিন আপনার পায়ে এই মিশ্রণ ব্যবহার করুন। আপনি ফলাফল দেখে বিস্মিত হতে পারেন।

২. তিলের তেল: কর্কশ গোড়ালি একটি সাধারণ সমস্যা কিন্তু তিলের তেল ব্যবহারে খুব সহজে এ থেকে আপনি রক্ষা পেয়ে যাবেন। বিছানায় যাবার আগে আপনার কর্কশ পায়ের উপর এটি প্রয়োগ করুন এবং পরের দিন থেকেই আপনি পার্থক্য বুঝতে পারবেন।

৩. কলা: পাকা কলা আক্রান্ত স্থানে লাগিয়ে রাখতে পারেন। এতেও খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে।

এস সি

Back to top button