হেফাজত নেতা মামুনুল হক মোহাম্মদপুরে গ্রেপ্তার
ঢাকা, ১৮ এপ্রিল – হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মামুনুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন : করোনায় দেশে নতুন করে দরিদ্র হয়েছে দেড় কোটি মানুষ
গ্রেপ্তারের পর মামুনুলকে ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
গোয়েন্দা পুলিশ-ডিবির যুগ্ম-কমিশনার মো. মাহাবুব আলম জানান, মামুনুলের বিরুদ্ধে নতুন-পুরোনো বেশ কিছু মামলা আছে। এসব মামলায় তাকে মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ‘রয়েল রিসোর্টে’ এক নারীকে নিয়ে অবস্থানকালে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অবরুদ্ধ করলে আলোচনায় আসেন মামুনুল। অবশ্য ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন তিনি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগদানকে কেন্দ্র করে ঢাকাসহ কয়েকটি জেলায় বিক্ষোভ ও সংঘর্ষের পর এ নিয়ে বেশ কয়েকজন হেফাজত নেতাকে গ্রেপ্তার করা হলো।
সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৮ এপ্রিল