জাতীয়

করোনায় আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের ২ আইনজীবীর মৃত্যু

ঢাকা, ১৭ এপ্রিল – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী মারা গেছেন। তারা হলেন, অ্যাডভোকেট মঞ্জুর কাদির ও অ্যাডভোকেট রেজিনা চৌধুরী জেনি।

এরমধ্যে অ্যাডভোকেট মঞ্জুর কাদির বৃহস্পতিবার দিনগত রাতে এবং অ্যাডভোকেট রেজিনা চৌধুরী জেনি শুক্রবার দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আরও পড়ুন : আজ থেকে প্রবাসী কর্মীদের জন্য ৫ দেশে বিশেষ ফ্লাইট

সাতক্ষীরা নিবাসী মঞ্জুর কাদিরের স্ত্রী শামসাদ বানু এরিকাও সুপ্রিম কোর্টের আইনজীবী। আইনজীবী মঞ্জুর কাদির ১৯৯৬ সালের ৭ মার্চ হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীসময়ে ১৯৯৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার প্রয়াত আইনজীবী মো. খলিলুর রহমানের মেয়ে রেজিনা চৌধুরী ১৯৯৫ সালের ১২ আগস্ট হাইকোর্টে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। পরবর্তীসময়ে ১৯৯৬ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

সূত্র : সমকাল
এন এইচ, ১৭ এপ্রিল

Back to top button