‘বাস্তবের গোখরো কামড়ালে এক ছোবলেই ছবি’, মিঠুনের ডায়লগেই তোপ বিঁধলেন মমতা
কলকাতা, ১৬ এপ্রিল – মোদীর ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে পুরোনো দল তৃণমূলকে নিশানা করেছিলেন এককালের সুপারস্টার মিঠুন চক্রবর্তী৷ তিনি বলেছিলেন, ‘আমার ক্যাম্পেন শুরু করার আগে, আপনাদের বলতে চাই- আমি যা বলি, তা করে দেখাই। আমি জলঢোড়াও নয়, বেলোবোড়াও নই। আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলে ছবি। এ বার সেটাই হবে।’
ভোট প্রচারের মঞ্চেও সেই সংলাপ বারবার ঘুরে-ফিরে এসেছে মিঠুনের মুখে। এবার সেই প্রসঙ্গ উত্থাপন করেই তৃণমূল সুপ্রিমো বিঁধলেন মিঠুন চক্রবর্তীকে। তিনি বলেন, “সিনেমার গোখরো আর বাস্তবের গোখরোর মধ্যে অনেক পার্থক্য। রিয়েল লাইফে গোখরো কামড়ালে এক ছোবলেই ছবি।” মহাগুরুকে তোপ দেগে মমতা বললেন, “ছেলেকে বাঁচাতে আজ মিথ্যে কথা বলছেন।”
আরও পড়ুন : পশ্চিমবঙ্গে একদিনে রেকর্ড শনাক্ত
উল্লেখ্য দিন দুয়েক আগে, দুয়ারে রেশন প্রকল্প নিয়ে মিঠুন তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসেছিলেন। নোয়াপাড়ার সভা থেকে মিঠুন বলেন, ‘বলছে বাড়ি বাড়ি রেশন পাঠিয়ে দেবে৷ আমাদের দশ কোটি লোকের মধ্যে ৬ কোটি লোক রেশন নেয়৷ ২ কোটি মানুষ বাইরে কাজ করেন৷
৬ কোটি লোককে রেশন পৌঁছে দেওয়ার মতো লোক কি আমাদের এখানে আছে? তার মানে সেই পার্টির লোককে কাজে লাগানো হবে রেশন পৌঁছে দেওয়ার জন্য৷ তার পর রেশন পৌঁছে দেওয়ার নামে এক কেজি চাল থেকে একশো গ্রাম করে চুরি হবে৷ ৬ কোটি লোকের থেকে প্রতি মাসে ১০০ গ্রাম করে চাল চুরি করতে পারলেই মাসে ১ কোটি টাকা চলে আসবে৷
সেই জন্যই এই ব্যবসাটা চালু করার কথা বলছে৷ আপনারা ভিক্ষা নেবেন কেন? রেশন দোকানে গিয়ে লাইন দিয়ে নিজের রেশন বুঝে নেবেন৷’ তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল সুপ্রিমো পাল্টা জবাব দিয়েছিলেন। নাম না করেই মিঠুনের উদ্দেশে বলেছিলেন, “বিজেপির এখন বড় বড় নেতা হয়েছে। তাঁরা নাকি গোখরো সাপ, কেউটে সাপ! তৃণমূল থেকে তো তোমাকেও একদিন সাংসদ করেছিল। আজ এত বড় বড় কথা! পারলে এসে খেয়ে যেও রেশনের মোটা চালের ভাত।”
সূত্র : কলকাতা ২৪×৭
অভি/ ১৬ এপ্রিল