দক্ষিণ এশিয়া

প্রতিবন্ধকতা সত্ত্বেও ৮০টিরও বেশি দেশে ভ্যাকসিন দিয়েছে ভারত: মোদি

নয়া দিল্লি, ১৫ এপ্রিল -প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ৮০টিরও বেশি দেশে ভারত ভ্যাকসিন সরবরাহ করেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে রাইসিনা সংলাপের উদ্বোধনী অধিবেশনে তিনি একথা বলেন।

২০২১ সালে আয়োজিত রাইসিনা সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মানবসভ্যতার ইতিহাসের এক সন্ধিক্ষণে এবারের রাইসিনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। একটি বৈশ্বিক মহামারি এক বছরের বেশি সময় ধরে পৃথিবীজুড়ে তাণ্ডব চালাচ্ছে। সবশেষ এক শতাব্দী আগে এ ধরনের বৈশ্বিক মহামারি হয়েছিল। যদিও মানবসভ্যতা তখন থেকেই অনেকগুলো সংক্রামক রোগের মুখোমুখি হয়েছে, কিন্তু বিশ্ব আজ কোভিড-১৯ মহামারি মোকাবিলা করার জন্য প্রস্তুত নয়।

আরও পড়ুন : দিল্লিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, সাপ্তাহিক ছুটির দিনে কারফিউ জারি

‘আমাদের বিজ্ঞানী-গবেষক এবং শিল্প কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। এই ভাইরাস কী? কীভাবে এটি ছড়িয়ে পড়ে? আমরা কীভাবে সংক্রমণের মাত্রা ধীর করতে পারি? আমরা কীভাবে টিকা তৈরি করবো? আমরা কীভাবে দ্রুতগতিতে বেশি পরিমাণে ভ্যাকসিন উৎপাদন করবো? এই জাতীয় অনেক প্রশ্ন যেমন উঠেছে, তেমনি অনেকগুলো সমাধানও উদ্ভূত হয়েছে। নিঃসন্দেহে সামনে আরও অনেক সমাধান আসবে। তবে বৈশ্বিক চিন্তাবিদ এবং নেতা হিসেবে আমাদের অবশ্যই আরও কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে নিজেদের।’

সূত্র : বাংলাদেশ প্রতিদিন
অভি/ ১৫ এপ্রিল

Back to top button