দক্ষিণ এশিয়া

টিকা নিয়েও করোনা আক্রান্ত উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী

লক্ষ্নৌ, ১৪ এপ্রিল – ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি সেলফ আইসোলেশনে রয়েছেন। যোগী নিজেই এ খবর নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা গিয়েছিল। সঙ্গে সঙ্গেই তিনি করোনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ এসেছে। তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন।

আরও পড়ুন : ভারতে আক্রান্তের রেকর্ডের মধ্যেই কুম্ভমেলায় লাখো মানুষ

প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা টিকা নিয়েছিলেন যোগী আদিত্যনাথ। করোনা টিকা নেওয়ার পর যোগী বলেন- আমি দেশের বিজ্ঞানীদেরও ধন্যবাদ জানাচ্ছি। এই টিকা পুরোপুরি নিরাপদ।

সূত্র : হিন্দুস্তান টাইমস
অভি/ ১৪ এপ্রিল

Back to top button