জাতীয়
সস্ত্রীক করোনামুক্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ
ঢাকা, ১৪ এপ্রিল – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এবং তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। মঙ্গলবার করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তারা হাসপাতাল থেকে বাসায় চলে যান।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান।
আরও পড়ুন : সৌদি, ইউএই, ওমান, কাতার ও সিঙ্গাপুরগামীদের জন্য বিশেষ ফ্লাইট
তিনি জানান, করোনা রিপোর্ট পজেটিভ আসার পর গত ৩১ মার্চ থেকে ড. খন্দকার মোশারফ হোসেন সস্ত্রীক স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। নেগেটিভ আসায় মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন। আগামী এক মাস তাদের বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। তাদের রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ এপ্রিল