নারায়নগঞ্জ

রয়্যাল রিসোর্টে হামলা মামলার ঘটনায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪

সামদানী হক নাজুম

নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল- নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা সৃষ্টি মামলার প্রধান আসামি মাওলানা ইকবালসহ হেফাজতে ইসলামের চার নেতাকে ঢাকার জুরাইন থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সাইফুল আলম।

গ্রেপ্তার আসামিরা হলেন হেফাজতের সোনারগাঁ থানা শাখা কমিটির সহসভাপতি মাওলানা ইকবাল, সভাপতি মাওলানা মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শাহজাহান শিবলী ও কার্যকরী সদস্য মোয়াজ্জেম।

র‌্যাব ভাষ্য, ঘটনার সময় ইকবাল মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হেফাজত কর্মীদের জড়ো করেছিলেন।

আরও পড়ুন : বিধিনিষেধের মধ্যেও ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার চারজনকে সোমবার সোনারগাঁ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজই তাদের আদালতে উপস্থাপন করা হবে।

৩ এপ্রিল মামুনুল হক রয়্যাল রিসোর্টে নারী নিয়ে অবরুদ্ধ হওয়ার পর সঙ্গীনিকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন। তবে তার নাম জান্নাত আরা ঝর্ণা হলেও মামুনুল তাকে নিজের চার সন্তানের জননী স্ত্রী আমিনা তাইয়্যেবা নামে পরিচিতি দেন।

এই বিষয়টি ছাড়াও ফাঁস হওয়া নানা ফোনালাপ এবং ঝর্ণার ছেলে আবদুর রহমানের বক্তব্যে মামুনুলের বিয়ের দাবি প্রশ্নের মুখে পড়ে। এর মধ্যে একটি গণমাধ্যমের প্রতিবেদনে মামুনুলের আরও একজন বান্ধবীর কথা প্রকাশ হয়েছে।

মামুনুল অবরুদ্ধ হওয়ার পর তাকে উদ্ধার করেন হেফাজতের স্থানীয় নেতা-কর্মীরা। তারা সেখানে ব্যাপক ভাঙচুরও চালান।

সূত্র : নিউজ বাংলা ২৪
এন এ/ ১২ এপ্রিল

Back to top button