উত্তর আমেরিকা

দুই পুলিশের বিরুদ্ধে কৃষ্ণাঙ্গ মার্কিন সেনা কর্মকর্তার মামলা

ওয়াশিংটন, ১২ এপ্রিল – দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন মার্কিন সেনাবাহিনীর এক কৃষ্ণাঙ্গ লেফটেন্যান্ট। ব্রিটিশ গণমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ভিডিওতে দেখা যায়, গাড়ি থামানোর সময় এই দুই পুলিশ তার দিকে বন্দুক তাক করেছে ও পেপার স্প্রে ছুড়েছে। গত ডিসেম্বরে ভার্জিনিয়ায় এমন ঘটনা ঘটেছে। বডিক্যামেরার ভিডিওফুটেজের সময় সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কারোন নাজারিও তার উর্দি পরছিলেন।

দুই পুলিশ কর্মকর্তা গাড়ি থামিয়ে তাকে বের হয়ে আসতে বললে তিনি বলেন, সত্যিকার অর্থে আমি বের হতে ভয় পাচ্ছি। জবাবে এক পুলিশ জানায়, আপনি বেরিয়ে আসেন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে আগস্টের মধ্যে করোনায় মৃতের সংখ্যা ৬ লক্ষাধিক ছাড়াবে

পুলিশের অভিযোগ, তার গাড়ির লাইসেন্স প্লেট দেখা না যাওয়ার কারণে গাড়ি থামানো হয়েছে। কিন্তু ভিডিওতে তার টেমপোরারি প্লেট দেখা যাচ্ছিলো।

এসময় তাকে হাতকড়া পরিয়ে তার গাড়িতে তল্লাশি চালানো হয়। কেন তার বিরুদ্ধে বলপ্রয়োগ করা হচ্ছে জানতে চাইলে এক পুলিশ বলেন, আপনি সহযোগিতা করছেন না। পরবর্তী সময়ে কোনো অভিযোগ ছাড়াই তাকে ছেড়ে দেয়া হয়েছে।

ভার্জিনিয়ার নরফোকে মার্কিন ডিস্ট্রিক্ট আদালতে মামলাটি হয়েছে। আসামি করা হয়েছে উইন্ডসর পুলিশ বিভাগের কর্মকর্তা জো গুটেরেজ ও ডেনিয়াল ক্রোকারকে।

হামলা, অবৈধ তল্লাশি ও আটকের কারণে তার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এ ঘটনায় উইন্ডসর পুলিশ বিভাগের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমন এক সময় এই মামলার বিষয়টি সামনে চলে এসেছে, যখন সংখ্যালঘুদের ওপর পুলিশের নৃশংসতা ও বর্ণবাদী আচরণের ওপর পর্যবেক্ষণ বাড়ানো হয়েছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ এপ্রিল

Back to top button