ক্রিকেট

শাহরুখ খান হতে গিয়ে বউ হারাতে চান না পন্টিং

মুম্বাই, ১১ এপ্রিল – বলিউডের বাদশা শাহরুখ খান আবার আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের মালিক। এ কারণে ক্রিকেটাঙ্গনে তার ব্যাপক পরিচিত। ক্রিকেটারদের সঙ্গেও সম্পর্ক আছে। এই বুড়ো বয়সেও চাপ দাড়ির শাহরুখ লাখো তরুণীর মনে ঝড় তুলে যান। দাড়ি রাখার দিক দিয়ে বলিউড তারকা শাহরুখ খানকে কখনো অনুসরণ করার ইচ্ছা হলেও সেটা করতে পারেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক তথা দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং। কারণ বউয়ের কড়া নিষেধ, দাড়ি রাখা যাবে না!

আরও পড়ুন : আরও যেসব রেকর্ড গড়তে যাচ্ছেন ধোনি

বউয়ের মন রক্ষায় মানুষ কত কিছুই না করে। পন্টিং তার দাড়ি রাখার ইচ্ছেটা জলাঞ্জলি দিয়েছেন। গতকাল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে দিল্লি। ম্যাচের পর পন্টিংয়ের প্রশংসা করে সোশ্যাল সাইটে একটি ভিডিও প্রকাশ করেছে দিল্লি। ক্যাপশনে তারা শাহরুখ ও পন্টিংয়ের চেহারার ওই দৃশ্যমান পার্থক্যের কথা তুলে ধরে লিখেছে, ‘কবির খান (চাক দে ইন্ডিয়ায় শাহরুখের করা চরিত্র) আর পন্টিংয়ের মধ্যে পার্থক্য একটাই- কবিরের চাপদাড়ি ছিল, পন্টিংয়ের নেই!’

সেই ভিডিওতেই পন্টিং নিজের দাড়ি না রাখার রহস্য ফাঁস করেছেন। খ্যাতিমান এই সাবেক অধিনায়ক বলেন, ‘কখনো এভাবে দাড়ি রাখতে দেখলে আমার বউ আমাকে ডিভোর্স দেবে! এ জন্য প্রতিটি ম্যাচের আগেই আমি অন্তত একবার করে দাড়ি কেটে তারপর মাঠে আসি। এটা সব সময়ই আমার একটা অভ্যাস ছিল। আমি জানি না আপনারা সবাই ব্যাপারটা লক্ষ করেছেন কি না, কিন্তু আমি সব সময় ম্যাচের আগের রাতে দাড়ি কাটি। দিল্লির প্রতিটি ম্যাচের আগেও আমি সেটাই করব!’

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১১ এপ্রিল

Back to top button