ক্রিকেট

ম্যাচ হেরেও জুতার কারণে প্রশংসিত রোহিত শর্মা

চেন্নাই, ১০ এপ্রিল – শুরু হয়ে গেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্জাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। গতকাল শুক্রবার প্রথম ম্যাচে মুখোমুখি হয় রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। চেন্নাইয়ে চিপক স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাইকে দুই উইকেটে হারিয়েছে ব্যাঙ্গালুরু। কিন্তু এ ম্যাচে হেরেও বেশ প্রশংসিত হচ্ছেন রোহিত শর্মা।

আরও পড়ুন : স্থগিত পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর

এদিন ব্যতিক্রমি জুতা পায়ে দিয়ে মাঠেন মুম্বাইয়ের অধিনায়ক। সেই জুতায় ভারত থেকে বিলুপ্তপ্রায় প্রাণী গণ্ডারের ছবি ছিল এবং একপাশে লেখা ‘সেভ দ্য রাইনো বা গণ্ডার সংরক্ষণ করুন’। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ প্রশংসায় ভাসছেন তিনি।

টুইটার, ইন্সটাগ্রাম ও ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে ছবিসহ একটি পোস্ট করেছেন রোহিত শর্মা। ক্যাপশনে লিখেছেন, ‘গতকাল আমি যখন মাঠে হেটে যাচ্ছিলাম, এটা ছিল আমার জন্য খেলার থেকেও বেশি কিছু। ক্রিকেট খেলা আমার স্বপ্ন এবং এই বিশ্বকে আরো ভালো জায়গা হিসেবে গড়ে তোলা আমাদের সকলের কাজ করার একটি কারণ।’

তার এই উদ্যোগে নেটিজেনরা ব্যাপক প্রশংসা করছেন। এমনকি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন টুইটারে পোস্টটি শেয়ার করেছেন।

সূত্র : ইত্তেফাক
এন এইচ, ১০ এপ্রিল

Back to top button