ঢালিউড

করোনা আক্রান্ত কবরী, হাসপাতালে ভর্তি

ঢাকা, ০৭ এপ্রিল – ঢাকাইয়া সিনেমার নন্দিত অভিনেত্রী পরিচালক কবরী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ৫ এপ্রিল তার করোনা রিপোর্ট পজেটিভ আসলে দ্রুত তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। এমন তথ্য নিশ্চিত করেছেন কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন।

আরও পড়ুন : দুবাই যেতে শাকিবের এই আয়োজন!

তিনি বলেন, গত পরশু ম্যাডামের করোনা রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সম্পূর্ণ চিকিৎসকদের অবজারভেশনে রয়েছেন।

চিকিৎসকের বরাত দিয়ে নূর উদ্দিন বলেন, চিকিৎসক জানিয়েছেন এখন তিনি স্বাভাবিক আছেন। অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে। গতকাল শারীরিক অবস্থা একটু খারাপ ছিলো। তবে আজকে একটু ভালো।

এন এইচ, ০৭ এপ্রিল

Back to top button