ক্রিকেট

ভারতে গিয়ে দোয়া চাইলেন মুস্তাফিজ

মুম্বাই, ০৫ এপ্রিল – নিউজিল্যান্ড থেকে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজে ধরাশায়ী হয়ে ফিরেছে বাংলাদেশ দল। বরাবরের মতো এই সফরেও শূন্য হাতে ফিরেছে টাইগাররা। দেশে ফিরে সবাই বাড়ি ফিরেছেন ঠিকই। কিন্তু ব্যতিক্রম একমাত্র মুস্তাফিজুর রহমান। কাটার মাস্টার মুস্তাফিজ বাড়ি ফেরেননি। শাহজালাল বিমানবন্দর থেকে তিনি চলে গেছেন সরাসরি আইপিএল খেলতে।

দীর্ঘ ভ্রমণ শেষে নিরাপদে ভারতে অবতরণ করেছেন মুস্তাফিজ। আসন্ন আইপিএলে তিনি খেলবেন রাজস্থান রয়্যালসের হয়ে। রাজস্থান তাদের প্রথম ম্যাচে ১২ এপ্রিল মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে।

আরও পড়ুন : আইপিএলের আগে ব্যাঙ্গালোর শিবিরে করোনার হানা

এদিকে, ভারতে পৌঁছে সবার কাছে দোয়া চেয়েছেন মুস্তাফিজ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘রাজস্থান রয়্যালসের সঙ্গে আইপিএল অভিযানে শুরু করতে নিরাপদে ভারতে পৌঁছেছি। আমার জন্য দোয়া করবেন।’

তবে আপাতত ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে মুস্তাফিজকে। তারপরই দলের অনুশীলন এবং খেলায় যোগ দিতে পারবেন। এর ফলে রাজস্থানের প্রথম ম্যাচে তোর খেলার সম্ভাবনা কম। এর আগে সাকিব আল হাসান ৭ দিনের কোয়ারেন্টিন শেষ করে যোগ দেন কলকাতা দলের সঙ্গে।

আইপিএলের ১৪তম আসরে ১ কোটি রুপিতে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছেন ‘কাটার মাস্টারখ্যাত’ মুস্তাফিজুর রহমান।

সূত্র : নতুন সময়
এন এইচ, ০৫ এপ্রিল

Back to top button