ক্রিকেট

হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত শচীন

নয়াদিল্লী, ০২ এপ্রিল – করোনাভাইরাসে আক্রান্ত শচীন টেন্ডুলকার হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে ২৭ (মার্চ) তার করোনা আক্রান্তের খবর আসে গণমাধ্যমে। টুইট করে এই খবর জানিয়েছিলেন তিনি। রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জেতার কদিন পরই তিনি করোনায় আক্রান্ত হন। এর এক সপ্তাহ যেতে না যেতেই হাসপাতালে ভর্তি হতে হলো লিটল মাস্টারকে।

আরও পড়ুন : বাংলাদেশ নারী দল পেল টেস্ট স্ট্যাটাস

শুক্রবার (২ এপ্রিল) সকালে এক টুইট বার্তা হাসপাতালে ভর্তি হওয়ার খবর নিজেই জানিয়েছেন শচীন।

ভুক্তদের আশ্বস্ত করে শচীন লিখেছেন, ‘আপনাদের শুভ কামনা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করছি কিছু দিনের মধ্যে বাসায় ফিরে যাবো। সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের বিশ্বকাপ জয়ের দশম বর্ষপূর্তিতে সব ভারতীয় ও আমার সতীর্থদের শুভেচ্ছা জানাই।’

সদ্য শেষ হওয়া কিংবদন্তি ক্রিকেটারদের টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে অংশ নন শচীন। আসরে ভারতীয় লিজেন্ডস টিম খেলে তারই নেতৃত্বে।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ০২ এপ্রিল

Back to top button